রাজনীতিতে মতপার্থক্য স্বাভাবিক, তবে গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্য প্রয়োজন: জামায়াত আমির

রাজনীতিতে মতপার্থক্য স্বাভাবিক, তবে গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্য প্রয়োজন: জামায়াত আমির
ঢাকা, ১৭ মার্চ – দেশের রাজনীতিতে মতপার্থক্য থাকলেও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সব দলের মধ্যে ঐক্য থাকা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রবিবার (১৬ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ’ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্যের অংশ, যাকে সম্মান জানিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে মানবিক মূল্যবোধকে বিজয়ী করতে হবে।”
এ সময় তিনি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের রায়ের দ্রুত কার্যকরের দাবি জানান। “এই রায় কার্যকর হলে আবরারের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে,” বলেন তিনি।
প্রকৌশলীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, “শুধু জ্ঞান ও দক্ষতা থাকলেই হবে না, সততা বজায় রাখতে হবে। তাহলেই প্রকৌশলীদের দ্বারা দেশ ও জাতি উপকৃত হবে।”
ফোরামের সভাপতি প্রকৌশলী মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ফোরামের তত্ত্বাবধায়ক সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতারা।