জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান আর আমাদের মাঝে নেই। শুক্রবার দিনগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।
অঞ্জনা রহমান টানা ১০ দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় গত ১ জানুয়ারি রাতে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। জানা গেছে, হাসপাতালে ভর্তির আগে তিনি টানা ১৫ দিন জ্বরে ভুগছিলেন। রক্তে সংক্রমণ ধরা পড়ার পর চিকিৎসকের পরামর্শে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
অঞ্জনা রহমান বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক অনন্য নাম। নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা। তাঁর অভিষেক ঘটে ১৯৭৬ সালের সিনেমা দস্যু বনহুর দিয়ে। এরপর তিন শতাধিক সিনেমায় অভিনয় করে তিনি অমর হয়ে আছেন।
অঞ্জনা যৌথ প্রযোজনার সিনেমা এবং বিদেশি চলচ্চিত্রেও অভিনয় করে সুনাম অর্জন করেছেন। পরিণীতা ও গাঙচিল সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এই গুণী শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অকাল প্রয়াণে সংস্কৃতি অঙ্গন হারালো এক উজ্জ্বল নক্ষত্র।