আছিয়া হত্যার দ্রুত বিচার চান জামায়াত আমির

আছিয়া হত্যার দ্রুত বিচার চান জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শিশু আছিয়া হত্যার দ্রুত বিচার দেখতে চান তিনি। তিনি বলেন, “আছিয়া হত্যাকারীদের বিচার আমরা দ্রুত দেখতে চাই। তাহলে পরিবারটি ও দেশবাসী মানসিক সান্ত্বনা পাবে। বিচারের সময়সীমা নব্বই দিন যেন একানব্বই না হয়।”
শনিবার (১৪ মার্চ) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দলপুর ইউনিয়নের জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে গিয়ে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে সব্দলপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “শুধু আছিয়া নয়, সমাজে যত ভয়ংকর অপরাধ সংঘটিত হবে, আপনারা সত্য তুলে ধরুন। কালো মানুষদের মুখোশ উন্মোচন করুন, যাতে শাস্তি নিশ্চিত হয় এবং সমাজ তাদের বয়কট করে।”
মব জাস্টিস প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “এটি নতুন কিছু নয়, যুগ যুগ ধরে চলে আসছে। তবে আমরা কোনো মব জাস্টিস সমর্থন করি না। আমাদের উচিত বিচারকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এম বি বাকের, কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ডা. মোহাম্মদ সৈয়দ আব্দুল্লাহ তাহের, জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেনসহ অন্যরা।
পরে জামায়াত আমির আছিয়ার কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। তিনি তার ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে পরিবারকে যে কোনো প্রয়োজনে যোগাযোগের আশ্বাস দেন।
রাজনৈতিক মতপার্থক্য যেন মতবিরোধে পরিণত না হয়
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও তা যেন মতবিরোধে রূপ না নেয়, এমন আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা যার যার নীতি ও দেশ গঠনের স্বপ্ন জাতির সামনে তুলে ধরব। জনগণ যাদের নীতি পছন্দ করবে, তাদের হাতেই দেশ পরিচালনার দায়িত্ব অর্পিত হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে আর স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি চাই না। শত শত নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, বাড়িঘর ধ্বংস করা হয়েছে, মানুষকে কারাগারে পাঠানো হয়েছে। আমরা চাই, দেশের ভবিষ্যৎ নিরাপদ হোক।”
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন, ছাত্র ও পেশাজীবী সংগঠনের নেতারা, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, আলেম-ওলামা, অবসরপ্রাপ্ত সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল সঞ্চালনা করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।