সারাদেশ

শহীদদের স্মরণে জাতির শ্রদ্ধা, বিশ্বজুড়ে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শহীদদের স্মরণে জাতির শ্রদ্ধা, বিশ্বজুড়ে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

ঢাকা, ২১ ফেব্রুয়ারি: আজ শুক্রবার, অমর একুশে ফেব্রুয়ারি—মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা বহু ভাষা সৈনিক। তাদের আত্মত্যাগের পথ বেয়েই বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি, এরপর ১২টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এদিন ভোর থেকে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সবার মুখে বাজে সেই অমর সঙ্গীত—“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।”

বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে। ১৯৯৯ সালে ইউনেসকোর স্বীকৃতির পর ২০০০ সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দিনটি উদযাপিত হয়ে আসছে। এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্যারিসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে বাংলাদেশি শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।

এদিকে, ভাষাশহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যোৎসব। ছায়ানট, শিল্পকলা একাডেমি ও গ্রুপ থিয়েটার ফেডারেশন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপনে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর অংশ হিসেবে ভাষা আন্দোলনে অবদানের জন্য ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও দলকে একুশে পদক প্রদান করা হয়েছে।

ভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগের এই দিনটিতে জাতি আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সব ভাষাশহীদকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button