সারাদেশ

কুয়েটে সংঘর্ষ: ছাত্রদলের অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরের বিরুদ্ধে

কুয়েটে সংঘর্ষ: ছাত্রদলের অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরের বিরুদ্ধে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবির সংশ্লিষ্টদের দায়ী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) গেমসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি জানান, মঙ্গলবারের (১৩ ফেব্রুয়ারি) সংঘর্ষে জড়িত কিছু স্থানীয় দলীয় কর্মীকে বহিষ্কার করা হয়েছে। তবে তারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং এই হামলার সঙ্গে ছাত্রদলের কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি আরও দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত একটি মিছিল থেকেই প্রথমে ছাত্রদল সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযোগ করে তিনি বলেন, কুয়েট কমিটির আহ্বায়ক মো. ওমর ফারুকের (২০১৯-২০ সেশন) প্রত্যক্ষ উসকানিতেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

ছাত্রদলের নেতারা বলেন, ‘‘ওমর ফারুকের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সদস্যরা ছাত্রদলের তিনজন সমর্থকের ওপর হামলা চালায়। কুয়েট ক্যাম্পাসে প্রশাসনিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও বৈষম্যবিরোধী আন্দোলন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে, যা প্রশাসন কোনোভাবে নিয়ন্ত্রণ করছে না।’’

সংবাদ সম্মেলনে ছাত্রদল অভিযোগ করে, কুয়েটের ঘটনার প্রকৃত তথ্য আড়াল করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তারা শিবিরের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে ক্যাম্পাসে অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টার অভিযোগও তোলে।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button