যশোরে সুধিসমাবেশে জামায়াত আমির: তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান
যশোরে সুধিসমাবেশে জামায়াত আমির: তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যশোরে আয়োজিত একটি সুধিসমাবেশে তরুণদের নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বুধবার (২৫ ডিসেম্বর) যশোর শহরের একটি হোটেলে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, “আমরা তরুণদের রক্তের ঋণ শোধ করতে বদ্ধপরিকর। আগামীর বাংলাদেশ তাদের হাতেই তুলে দিতে চাই।”
তিনি আরও বলেন, তরুণরা ফ্রেশ ব্লাড হিসেবে দেশের নেতৃত্ব দিক, আর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
সরকারের সমালোচনা
ডা. শফিক সরকারের সমালোচনা করে বলেন, “পূর্ববর্তী সরকার স্বাধীনতার পক্ষ-বিপক্ষের নামে জাতিকে বিভক্ত করে রেখেছিল। তাদের স্বাধীনতার চেতনার বাস্তবতা কোথায়? ভারতের বিজয় দিবস ঘোষণার বিষয়ে সরকারের নিরবতাও প্রশ্নবিদ্ধ।”
তিনি আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী সরকারের দুর্নীতি ও লুটপাট দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে।
ইতিহাসে যশোরের ভূমিকা
ডা. শফিক যশোরের বিশেষ অবদানের কথা উল্লেখ করে বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর ভারতীয় সেনাদের খাদ্যগুদাম লুট ও সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় যশোর থেকেই প্রথম প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল।”
জামায়াতের আমির বলেন, “জোড়াতালি দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়। সমাজের মূল ভিত্তি মজবুত করতে হবে। নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না।”
সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “বৈষম্য থেকে মুক্তি পেতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কল্যাণ রাষ্ট্র গঠনের মাধ্যমে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা জামায়াতে ইসলামীর লক্ষ্য।”
আগামী ২৭ ডিসেম্বর যশোর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠেয় কর্মিসম্মেলনে ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম রসুল, ডা. শেখ মহিউদ্দিন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।