মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়, ড. ইউনূস ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন।
শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “আমরা দুই দেশের সুসম্পর্ক ও উন্নয়নের জন্য একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদে তার জন্য শুভ কামনা রইল।”
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প সোমবার শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
4o