যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ স্থগিত করলেন আদালত
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ স্থগিত করলেন আদালত
ওয়াশিংটন, ২৪ জানুয়ারি ২০২৫:
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছেন একজন ফেডারেল বিচারক। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিনিয়র ডিস্ট্রিক্ট জজ জন কগেনর এ আদেশ দেন।
জন্মসূত্রে নাগরিকত্ব বলতে বোঝায়, যেই দেশে জন্ম হবে, সেই দেশেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়া যাবে। ট্রাম্প দীর্ঘদিন ধরে এই নীতি বদলানোর প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন এবং ক্ষমতায় বসে এর বিরুদ্ধে পদক্ষেপ নেন। তবে আদালত তার ওই নির্বাহী আদেশ ১৪ দিনের জন্য স্থগিত করেছে।
ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করে। কারণ সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এই অধিকার বদলাতে হলে কংগ্রেসের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন।
ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ২২টি অঙ্গরাজ্য, সান ফ্রান্সিসকো শহর, এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সহ একাধিক জায়গা ট্রাম্পের আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করে।
শুনানির সময় জজ জন কগেনর বলেন, “এটি একটি নির্লজ্জভাবে অসাংবিধানিক আদেশ।”
ট্রাম্পের নির্বাহী আদেশের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে এখন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ডেমোক্র্যাটরা এ আদেশকে সংবিধানের পরিপন্থী বলে অভিহিত করেছেন এবং এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা দিয়েছেন।