দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ
দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের প্রসঙ্গ
ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকটি বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আয়োজন করা হয়।
২০ জানুয়ারি দিনগত রাত ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জুরিখে স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম।
চার দিনের এই সফরে ড. মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন আলোচনায় অংশ নেবেন। এর মধ্যে জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচন, এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে।
সফর শেষে আগামী ২৫ জানুয়ারি অধ্যাপক ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে।