ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রস্তুত পুতিন, ইউক্রেন ইস্যুতে সমঝোতার বার্তা
ইউক্রেন ইস্যুতে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরবেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। রাশিয়ার পক্ষে হলেও শান্তি চুক্তি মেনে নিতে ইউক্রেনকে বাধ্য করবেন বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।
পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলন
বছর শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ঐতিহ্যবাহী বার্ষিক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া সমঝোতার জন্য প্রস্তুত। ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে তিনি জানান, “আমি বসতে প্রস্তুত, সেটা যে কোনো সময়। যদিও ট্রাম্প এখনও এ বিষয়ে কিছু বলেননি। তার সঙ্গে চার বছরের বেশি সময় ধরে কথা হয়নি।”
পুতিন তার সৈন্যদের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে বলেন, রাশিয়ার সৈন্যরা যুদ্ধক্ষেত্রে এগিয়ে ছিল, তবে পরে আক্রমণ শুরু করায় তিনি অনুতপ্ত। তিনি আরও স্বীকার করেন যে, রাশিয়া পশ্চিম কুর্স্ক অঞ্চল কবে নাগাদ পুনর্দখল করতে পারবে, তা তিনি জানেন না।
সিরিয়া প্রসঙ্গে পুতিনের বক্তব্য
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রসঙ্গে প্রথমবার প্রকাশ্যে কথা বলেন ভ্লাদিমির পুতিন। তিনি দাবি করেন, সিরিয়ায় আসাদের পতন রাশিয়ার কোনো পরাজয় নয়।
পুতিন বলেন, “আমরা ১০ বছর আগে সেখানে এসেছিলাম যেন সিরিয়া আফগানিস্তানের মতো সন্ত্রাসী অঞ্চলে পরিণত না হয়। আমরা সেই লক্ষ্য পূরণ করেছি।”
এছাড়া, তিনি সিরিয়ার ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানান এবং উল্লেখ করেন, “সিরিয়ার পরিস্থিতি থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ইসরায়েল।”
বাশার আল-আসাদের সঙ্গে এখনও সাক্ষাৎ না করলেও শিগগিরই দেখা করার পরিকল্পনার কথা জানান পুতিন।