সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পালিয়ে যাওয়ার গুঞ্জন অস্বীকার
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে নিয়ে দেশ-বিদেশে বিভিন্ন গুঞ্জনের সৃষ্টি হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে তিনি রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে গেছেন। তবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত একটি বিবৃতিতে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ জাতীয় ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যস্ত রয়েছেন এবং রাজধানী দামেস্কেই অবস্থান করছেন।
বিদ্রোহী গোষ্ঠীর অগ্রগতি
সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠীগুলোর আকস্মিক আক্রমণে আসাদের বাহিনী বড় ধরনের চাপের মুখে পড়েছে। বিশেষ করে, আল-কায়েদা সংশ্লিষ্ট সংগঠন থেকে গঠিত হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহীদের আক্রমণ সিরিয়ার সরকারি বাহিনীর জন্য বিপর্যয়কর প্রমাণিত হয়েছে।
এইচটিএস গত ২৭ নভেম্বর থেকে সরকারি বাহিনীর ওপর ধারাবাহিক আক্রমণ শুরু করে। এর ফলে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো বিদ্রোহীদের দখলে চলে যায়। এরপর মধ্যাঞ্চলীয় হামা শহর থেকেও সরকারি বাহিনী পিছু হটতে বাধ্য হয়।
পরিস্থিতি ও ভবিষ্যৎ
সরকারি বাহিনী একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাতে থাকায় দেশজুড়ে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা আরও বেড়েছে। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট বাশারের অবস্থান নিয়ে বিভিন্ন গুজব ছড়ালেও তার কার্যালয়ের বিবৃতি স্পষ্ট করেছে যে তিনি এখনও দায়িত্ব পালনে সচল রয়েছেন।
সূত্র: সিএনএন