সারাদেশ

শাহবাগে এনসিপির সমাবেশ: আওয়ামী লীগকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি

শাহবাগে এনসিপির সমাবেশ: আওয়ামী লীগকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি

ঢাকা, ২২ মার্চ: আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে দলের সদস্যসচিব আখতার হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, “শরীরে একবিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে আর স্বনামে রাজনীতি করতে দেওয়া হবে না।”

আখতার হোসেন দাবি করেন, “বাংলাদেশে আওয়ামী লীগের বিদায় কোনো শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে হয়নি। বরং হাজারও মানুষের জীবন ও রাজপথ ভরা রক্তের বিনিময়ে খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটেছে।”

তিনি বলেন, “আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবার দেশের মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে। মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে গিয়ে দলটি গণতন্ত্রকে হত্যা করেছে। বাকশাল কায়েমের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে কলঙ্কিত করে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে।”

তিনি আরো বলেন, “আমাদের ভাইয়েরা রাজপথে রক্ত দিয়ে আওয়ামী লীগকে বিদায় জানিয়েছে। তাদের সেই রক্তের শপথ আমরা রক্ষা করবো। আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেব না।”

আওয়ামী লীগের কোনো ভালো নেতৃত্ব নেই বলেও দাবি করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, “যে কোনো ব্যক্তি বা শক্তি যদি আওয়ামী লীগকে ফের দাঁড় করানোর চেষ্টা করে, তাহলে তার সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। আওয়ামী লীগের নাম, মার্কা ও আদর্শের কোনো রাজনীতি চলতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আগামী জুলাই চার্টারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।”

সূত্র: এনসিপির সমাবেশ, শাহবাগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button