সারাদেশ

দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর-সংস্থায় কর্মরত দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ২০ মার্চ এ সংক্রান্ত নির্দেশনা সব সচিব ও দপ্তর-সংস্থার প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে,

“মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যাদের বিষয়ে জনমনে দুর্নীতিবাজ মর্মে ব্যাপক ধারণা রয়েছে, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।”

এক মাস আগেই সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন বিষয়ক কমিটি

জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি গত ২০ ফেব্রুয়ারি এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। এক মাস পর তা বাস্তবায়নের লক্ষ্যে ২০ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাঠানো হয়।

যেসব কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে

এই নির্দেশনা সব সচিব ছাড়াও সরকারি দপ্তরের মহাপরিচালক, নির্বাহী পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে।

জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি

সরকার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব ও তার ওপরের স্তরের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে ৮ জানুয়ারি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠন করে।

এই কমিটির সদস্য সচিব হিসেবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button