সারাদেশ

চারুকলায় ‘মঙ্গল শোভাযাত্রা’ বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের

চারুকলায় ‘মঙ্গল শোভাযাত্রা’ বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২৬তম ব্যাচের (চারুকলা ৭০তম) শিক্ষার্থীরা এবারের ‘মঙ্গল শোভাযাত্রা’ থেকে নিজেদের সম্পূর্ণ বিচ্ছিন্ন বলে ঘোষণা দিয়েছেন। বুধবার (২৬ মার্চ) এক বিবৃতিতে তাঁরা স্পষ্টভাবে জানান, এ বছরের বৈশাখী আয়োজনের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই।

শিক্ষার্থীদের বিবৃতি:

বিবৃতিতে শিক্ষার্থীরা জানান,
“চারুকলার রীতি অনুযায়ী বৈশাখী আয়োজন নির্দিষ্ট ব্যাচের তত্ত্বাবধানে শিক্ষার্থী ও শিক্ষকদের যৌথ প্রয়াসে হয়ে থাকে। যার অর্থ সংগ্রহ করা হয় শিক্ষার্থী ও শিক্ষকদের শিল্পকর্ম বিক্রির মাধ্যমে। কিন্তু এবার কোনো শিক্ষার্থীর সম্মতি ছাড়াই শুধুমাত্র শিক্ষকদের সিদ্ধান্তে আয়োজন করা হচ্ছে, যা আমাদের বিশ্বাস ও ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।”

শোভাযাত্রার নকশা ও পরিকল্পনায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা নেই

শিক্ষার্থীরা উল্লেখ করেন, শোভাযাত্রার স্ট্রাকচার ডিজাইন ও ধারণা সম্পূর্ণ শিক্ষকদের তৈরি করা। সাধারণ শিক্ষার্থীদের এ বিষয়ে কোনো ধারণা দেওয়া হয়নি, এমনকি শহীদ আবু সাঈদকে নিয়ে তৈরি স্ট্রাকচার সম্পর্কেও তাঁরা জানতেন না

তাঁরা বলেন,
“কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতাদর্শে আঘাত দেওয়ার উদ্দেশ্য আমাদের নেই। কিন্তু অনলাইনে যে বিতর্ক তৈরি হয়েছে, তার দায় সাধারণ শিক্ষার্থীদের নয়; বরং এর দায়িত্ব আয়োজক শিক্ষকদের নিতে হবে।”

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আয়োজন!

বিবৃতিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন,
“এবারের বৈশাখ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি চারুকলার ঐতিহ্যবাহী বৈশাখী আয়োজন নয়, বরং একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠীর ব্যক্তিগত স্বজনপ্রীতির প্রতিফলন। এ কারণে আমরা এই আয়োজন ও আয়োজক কমিটিকে বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।”

শিক্ষার্থীদের আহ্বান

তাঁরা আশা প্রকাশ করেন, সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের অবস্থানকে সম্মান জানাবে এবং চারুকলার প্রকৃত ঐতিহ্য রক্ষায় পাশে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button