সারাদেশ

প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঈদকার্ডের ঐতিহ্য

প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঈদকার্ডের ঐতিহ্য

এক সময় ঈদ মানেই ছিল রঙিন ঈদকার্ড, সুন্দর হাতের লেখায় প্রিয়জনের প্রতি ভালোবাসার বার্তা আর ডাকঘরের লাল টকটকে খামে মোড়া আন্তরিক শুভেচ্ছা। ঈদের আগে বইয়ের পাতা কিংবা পুরনো ডায়েরির ফাঁকে যত্ন করে রাখা ঈদকার্ডগুলো হাতে নিয়ে স্মৃতিচারণ করতেন অনেকে। কিন্তু এখন এই চিত্র বদলে গেছে।

প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষের জীবনধারা যেমন বদলেছে, তেমনি বদলে গেছে শুভেচ্ছা জানানোর ধরনও। একসময় তরুণ-তরুণীরা দোকানে গিয়ে নতুন ডিজাইনের ঈদকার্ড সংগ্রহ করতেন, হাতে লিখতেন প্রিয়জনের জন্য মনের কথাগুলো। আবার তা পাঠানোর জন্য ছুটতেন পোস্ট অফিস কিংবা কুরিয়ার সার্ভিসে। কিন্তু এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে এক ক্লিকেই ঈদের শুভেচ্ছা পাঠিয়ে দেওয়া যায়।

শুধু ঈদকার্ডই নয়, একইভাবে হারিয়ে গেছে ক্যাসেট, সিডি ও ডিভিডির সেই সময়ও। একসময় ঈদের আগে নতুন গানের অ্যালবাম প্রকাশিত হলে দোকানে দোকানে তরুণদের ভিড় লেগে যেত। কোন শিল্পীর নতুন গান বের হয়েছে, তা নিয়ে থাকত উৎসাহ। কিন্তু ডিজিটাল যুগে সেই জায়গা দখল করে নিয়েছে ইউটিউব ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো।

ঈদের উৎসবের আনন্দ এক রকম থাকলেও শুভেচ্ছা জানানোর মাধ্যম বদলে গেছে। তবু পুরনো দিনের সেই অনুভূতিগুলো আজও নস্টালজিয়া হয়ে রয়ে গেছে অনেকের হৃদয়ে। ঈদ মানে শুধু আনন্দ নয়, বরং সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়া। প্রযুক্তি যতই এগোক না কেন, মনের গভীর থেকে লেখা শুভেচ্ছার আবেদন কখনোই ফিকে হয়ে যাবে না।

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button