সারাদেশ

তরুণরাই পারে দেশ বদলে দিতে: শারমীন এস মুরশিদ

তরুণরাই পারে দেশ বদলে দিতে: শারমীন এস মুরশিদ

জাগ্রত তরুণরাই এ দেশটাকে আমূল পরিবর্তন করতে পারবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

শনিবার (২৫ জানুয়ারি) সাভারের বাইশমাইলে গণস্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তরুণ প্রজন্মের ভূমিকায় আশাবাদ

শারমীন এস মুরশিদ বলেন, “আজকের তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা কাজে লাগিয়েই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব। তরুণরাই একদিন পুরো পৃথিবীকে পাল্টে দেবে।”

তিনি উল্লেখ করেন, তরুণদের সংগঠন ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট’ দেশের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ প্রজেক্টের উপদেষ্টা, সমাজসেবক ড. বদিউল আলম মজুমদারকে একজন সাহসী মানুষ হিসেবে আখ্যা দিয়ে তিনি তরুণদের প্রতি তার আস্থা প্রকাশ করেন।

২৪-এর আন্দোলনের গুরুত্ব

উপদেষ্টা আরও বলেন, “২০২৪ সালের জুলাই বিপ্লব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, অন্যায় আর অপশাসনের বিরুদ্ধে তরুণ প্রজন্ম কখনো নত হয়নি। আমরা যা করতে পারিনি, তোমরা তা করে দেখিয়েছো। ভবিষ্যতেও তরুণরা অন্যায়ের প্রশ্রয় দেবে না।”

তিনি আরও বলেন, “দেশ উগ্র পুঁজিবাদের হাতে চলে গিয়েছিল, আর্থিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল, কিন্তু তরুণ প্রজন্মের সাহসিকতা এসব সমস্যার বিরুদ্ধে লড়াই করেছে। মেধা, গুণ এবং দেশপ্রেম দিয়ে তরুণরাই আমাদের দেশটাকে বদলে দিতে সক্ষম।”

শারমীন এস মুরশিদ তরুণদের উদ্দেশ্যে বলেন, “দারিদ্র্যকে ভাবনা থেকে দূরে রাখতে হবে। দেশকে ভালোবেসে কাজ করলেই একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উপদেষ্টা ড. বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের ইন্টেরিং গবেষক প্রশান্ত ত্রিপুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button