জামায়াতের আমিরের বক্তব্য: ‘স্বৈরাচারের ধ্বংস অনিবার্য’
কেরানীগঞ্জ, শুক্রবার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “স্বৈরাচারের পরিণতি দেখে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে। যারা এ পথে হাঁটবে, তাদের জন্য ধ্বংস ও অপমান অনিবার্য।”
তিনি গতকাল (শুক্রবার) সকালে জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তাঁর ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তিনি দেশের প্রতিটি সেক্টরে বসানো দোসরদের কাজে লাগিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
জামায়াতের আমির উল্লেখ করেন, “গত সাড়ে ১৫ বছর ধরে জামায়াতে ইসলামীর ওপর যে জুলুম করা হয়েছে, বাংলাদেশের অন্য কোনো দলের ওপর এমনটি হয়নি। কিন্তু আমরা আগেই বলেছি, আল্লাহ তাআলা আমাদের ক্ষমতায় আনলে আমরা কারো ওপর প্রতিশোধ নেব না।”
ডা. শফিকুর রহমান আন্দোলনের সময়ের একটি উদাহরণ তুলে ধরে বলেন, “আমরা দেখেছি, সাত-আট বছরের শিশু পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে পথে নেমেছিল। তাদের মধ্যে এক শিশুকে জিজ্ঞেস করা হলে সে বলেছিল, ‘স্বৈরাচারের বিরুদ্ধে নেমেছি। আমার ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে। আমাকেও যদি গুলি করা হয়, আমি শহীদ হয়ে যাব।’ এই শিশুরা স্বৈরাচারকে চিনতে পেরেছিল, অথচ এখনো অনেকেই নিজেদের অবস্থান বুঝতে পারছে না।”
জামায়াতের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। এই কাজ একা জামায়াতে ইসলামীর কর্মী ও রুকনরা করতে পারবে না। এ জন্য জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা দরকার। জনগণের আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করতে হবে।”
দলের ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন এবং বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।