ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের সংঘর্ষের জেরে ক্লাস-পরীক্ষা স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের সংঘর্ষের জেরে ক্লাস-পরীক্ষা স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং এর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২৭ জানুয়ারি) ঢাবির সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত
রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাবির জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, “অনিবার্য কারণবশত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, “আমরা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”
রাত সাড়ে ১১টার দিকে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে নীলক্ষেত মোড়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে আহত হন অন্তত ৭ জন। উত্তেজনা কমাতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ক্লাস-পরীক্ষা স্থগিতের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।