নিউ অরলিন্সে গাড়ি ধাক্কা ও বন্দুক হামলায় নিহত ১৫, বাইডেনের শোক প্রকাশ
নিউ অরলিন্সে গাড়ি ধাক্কা ও বন্দুক হামলায় নিহত ১৫, বাইডেনের শোক প্রকাশ
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে ঘটে যাওয়া মর্মান্তিক গাড়ি ধাক্কা এবং বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
বুধবার স্থানীয় সময় রাত ৩টার পর নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টার এলাকায় এক ব্যক্তি পিকআপ ট্রাক চালিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়েন। একই সময়ে চালানো হয় বন্দুক হামলা। বিবিসি জানায়, ঘটনায় গাড়ির চালকও নিহত হয়েছেন, তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে “ঘৃণ্য” বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি, আহত সকলের প্রতি এবং নিউ অরলিন্সের শোকাহত জনগণের প্রতি আমার গভীর সমবেদনা। এই সহিংস ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত।”
লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এই সহিংস ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় বাসিন্দাদের সেই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। এদিকে, প্রেসিডেন্ট বাইডেন নিউ অরলিন্সের মেয়রের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।