আন্তজার্তিক অঙ্গন

মমতার অভিযোগ: ‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করাচ্ছে বিএসএফ’

মমতার অভিযোগ: ‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করাচ্ছে বিএসএফ’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করাচ্ছে বিএসএফ, আর তা হচ্ছে কেন্দ্রীয় সরকারের মদদে।’

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রশাসনিক বৈঠকে মমতা এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘বিএসএফ রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে লোক ঢোকাচ্ছে এবং এতে রাজ্য পুলিশের কিছু অংশ সহযোগিতা করছে।’

বিএসএফ ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের কাছে খবর আছে, বিএসএফ মালদার ইসলামপুর, সীতাই, চোপড়া এবং আরও অনেক জায়গা দিয়ে লোক ঢোকাচ্ছে। নারীদের ওপরও অত্যাচার করছে বিএসএফ। কিন্তু পুলিশের দিক থেকে কোনো প্রতিবাদ নেই। আমি রাজ্য পুলিশের ডিজিকে (ডিরেক্টর জেনারেল) নির্দেশ দেব, কোন কোন জায়গা দিয়ে কত লোক বাংলায় ঢুকছে তার তথ্য সংগ্রহ করতে।’

সীমান্ত ও ভিসা কেন্দ্রীয় সরকারের হাতে

মমতা দাবি করেন, ‘সীমান্ত রক্ষা বিএসএফের দায়িত্ব এবং ভিসা সংক্রান্ত বিষয়ও কেন্দ্রীয় সরকারের হাতে। তৃণমূল বা রাজ্য পুলিশ এ বিষয়ে জড়িত নয়। কেউ যদি মনে করে অনুপ্রবেশকারী ঢুকিয়ে তৃণমূলের বদনাম করবে, তাহলে তা ভুল ভাবনা।’

কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠানোর ঘোষণা

মমতা জানান, তিনি এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া চিঠি লিখবেন। তিনি বলেন, ‘সীমান্তে এত অনুপ্রবেশ কেন ঘটানো হচ্ছে, এ বিষয়ে আমি কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চাইব। কিছু টিভি চ্যানেল বিএসএফের দায়িত্ব তৃণমূলের ওপর চাপানোর চেষ্টা করছে। কিন্তু সীমান্ত রক্ষার দায়িত্ব একমাত্র বিএসএফের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button