যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে আশাবাদী বাংলাদেশ, আলোচনার মাধ্যমে সমাধান চান প্রধান উপদেষ্টা ইউনূস

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে আশাবাদী বাংলাদেশ, আলোচনার মাধ্যমে সমাধান চান প্রধান উপদেষ্টা ইউনূস
স্পটলাইট ডেস্ক:
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ সংক্রান্ত ইস্যুতে আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে এক সফরকালে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানান, “আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনার যোগ্য, তাই আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব।”
সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারও শুল্ক ইস্যু নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে।
প্রেসসচিব শফিকুল আলম বলেন, “এখনো বিষয়টি আলোচনার প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা আশাবাদী, আমাদের গৃহীত পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে এবং উভয়পক্ষের জন্য লাভজনক একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে।”
তিনি আরও জানান, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক কাঠামো পর্যালোচনা শুরু করেছে, যাতে তা আরও যুক্তিসঙ্গতভাবে নির্ধারণ করা যায়।”
তিনি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের “ঘনিষ্ঠ বন্ধু ও বৃহত্তম রপ্তানি গন্তব্য” হিসেবে উল্লেখ করে বলেন, “ট্রাম্প প্রশাসনের সময় থেকেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করে আসছে উভয় দেশ।”
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ নীতির আওতায় বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন, যা নিয়ে বাংলাদেশ সরকার উদ্বেগ প্রকাশ করেছে।