ঈদ উৎসবকে বর্ণাঢ্য করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নানা উদ্যোগ

ঈদ উৎসবকে বর্ণাঢ্য করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নানা উদ্যোগ
ঢাকা, ২৩ মার্চ: রাজধানীবাসীর ঈদ আনন্দ আরও উৎসবমুখর করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এরই অংশ হিসেবে ঈদের দিন আয়োজন করা হবে ‘ঈদ আনন্দ মিছিল’ এবং ঈদগাহ মাঠের পাশে বসবে মেলা।
রবিবার নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি বলেন, “আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টেলিভিশন প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঈদের দিন কেটে যায়। ঈদের জামাত ছাড়া নগরজীবনে কোনো সম্মিলিত আয়োজন নেই। এবার রাজধানীবাসীর ঈদ আরও আনন্দমুখর করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি।”
ঐতিহ্যবাহী ঈদ মিছিল প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকার ঈদ আনন্দ মিছিলের ঐতিহ্য সুলতানি আমল থেকে চলে আসছে। এমনকি ব্রিটিশ আমলেও এটি পালিত হতো। এবার সেই সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।”
এই আয়োজনের অংশ হিসেবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্য মেলার পুরাতন মাঠ) ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঠিক গ্রামের ঈদগাহের পাশে যেমন ছোট মেলা বসে, তেমনি দিনব্যাপী মেলার আয়োজন থাকবে। নামাজের পর শুরু হবে ঈদ আনন্দ মিছিল, যা সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে।
তিনি আরও বলেন, “এই আয়োজনে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন কিছু থাকবে না। আনন্দপূর্ণ ও বর্ণাঢ্য একটি মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
নগরবাসীকে এই আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “আসুন, নতুন বাংলাদেশে নতুনভাবে ঈদ উদযাপন করি। নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। অগ্রিম ঈদ মোবারক।”