বেলুচিস্তানে ট্রেনে হামলা: ৩৩ হামলাকারী নিহত, সকল যাত্রী উদ্ধার

বেলুচিস্তানে ট্রেনে হামলা: ৩৩ হামলাকারী নিহত, সকল যাত্রী উদ্ধার
ইসলামাবাদ, ১৪ মার্চ: পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেসে সশস্ত্র হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনী সফল অভিযান চালিয়ে সব যাত্রীকে উদ্ধার করেছে। অভিযানে ৩৩ হামলাকারীর সবাই নিহত হয়েছেন, তবে হামলাকারীদের গুলিতে এর আগেই ২১ যাত্রী প্রাণ হারিয়েছেন। এছাড়া অভিযানকালে নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর চার সদস্য।
হামলা ও উদ্ধার অভিযান
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে,
🔹 মঙ্গলবার দুপুরে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনে বেলুচিস্তানের বোলান এলাকায় সশস্ত্র হামলা চালানো হয়।
🔹 ট্রেনের নয়টি বগিতে থাকা ৪৪০ জন যাত্রীকে জিম্মি করা হয়।
🔹 হামলাকারীরা ২১ যাত্রীকে হত্যা করে এবং নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করে।
🔹 নিরাপত্তা বাহিনী সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করে সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করে।
🔹 অভিযানে ৩৩ হামলাকারী নিহত হয়, যাদের মধ্যে কয়েকজন আফগানিস্তানের সঙ্গে সংযুক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
বেলুচিস্তান লিবারেশন আর্মির দায় স্বীকার
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। সূত্রমতে, হামলাকারীরা সেটেলাইট ফোনের মাধ্যমে বিদেশি সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং আফগানিস্তানে অবস্থানরত একজন মাস্টারমাইন্ড তাদের নেতৃত্ব দিচ্ছিলেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিন্দা
পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন,
🛑 “রমজান মাসে নিরীহ যাত্রীদের হত্যা করা প্রমাণ করে, হামলাকারীদের ইসলাম, পাকিস্তান ও বেলুচিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই।”
সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিদেশি সংযোগ ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার কারণে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
সূত্র: আইএসপিআর, ডন, পাকিস্তানি সংবাদ সংস্থাগুলো