পাকিস্তানে ট্রেনে জঙ্গি হামলা, ৪৫০ যাত্রী জিম্মি

পাকিস্তানে ট্রেনে জঙ্গি হামলা, ৪৫০ যাত্রী জিম্মি
ইসলামাবাদ, ১২ মার্চ: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মঙ্গলবার ভয়াবহ জঙ্গি হামলায় ৪৫০ জনের বেশি যাত্রী জিম্মি হয়েছেন। বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে।
হামলার বিস্তারিত
স্থানীয় সময় দুপুর ১টার দিকে প্রত্যন্ত সিবি জেলায় এ ঘটনা ঘটে। ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশে যাত্রা করেছিল এবং দীর্ঘ ৩০ ঘণ্টার পথ পাড়ি দেওয়ার কথা ছিল।
বিএলএ এক বিবৃতিতে জানায়, বোমা বিস্ফোরণের মাধ্যমে রেললাইন উড়িয়ে দিয়ে তারা ট্রেনটির নিয়ন্ত্রণ নেয়।
জিম্মিদের উদ্ধারে সতর্কবার্তা
বিএলএ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি জিম্মিদের উদ্ধারে কোনো চেষ্টা করা হয়, তবে গুরুতর পরিণতি ভোগ করতে হবে।
আহত ট্রেনচালক, জরুরি অবস্থা ঘোষণা
কোয়েটার জ্যেষ্ঠ রেলওয়ে কর্মকর্তা মুহাম্মদ কাশিফ জানিয়েছেন, ট্রেনচালক আহত হয়েছেন এবং যাত্রীদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।
অঞ্চলটি পাহাড়বেষ্টিত হওয়ায় জঙ্গিদের পক্ষে সেখানে আশ্রয় নেওয়া ও হামলার পরিকল্পনা করা সহজ হয়েছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা। ইতোমধ্যে আশপাশের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বেলুচিস্তানে সহিংসতা বৃদ্ধি
দারিদ্র্যপীড়িত বেলুচিস্তানে বিদ্রোহী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিরোধী আন্দোলন চালিয়ে আসছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের পশ্চিম সীমান্ত অঞ্চলে সহিংসতা বেড়েছে।
গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ জানায়, ২০২৪ সালে পাকিস্তানে এক হাজার ৬০০ জনের বেশি মানুষ হামলায় নিহত হয়েছেন, যা এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বছর।
সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নিরাপত্তা বাহিনী, তবে জিম্মি যাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা বাড়ছে।
সূত্র: এএফপি