সারাদেশ

দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

সোমবার দেশজুড়ে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ এবং সড়ক অবরোধ হয়েছে। ঢাকাসহ বিভিন্ন জেলায় শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

আজ মঙ্গলবার রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং সেখানে সড়কেই ইফতার করবেন বলে জানান। রবিবার রাতে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মশাল মিছিলও করেন।

ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা স্লোগান, কবিতা পাঠ ও বক্তব্যের মাধ্যমে ধর্ষণবিরোধী প্রতিবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় কমিটির আয়োজনে বিক্ষোভ হয়। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সম্মিলিত নারী প্রয়াস’ সংগঠন ধর্ষণের দ্রুত বিচার ট্রাইব্যুনালের দাবি জানায়।

এছাড়াও কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, সাতক্ষীরা, জয়পুরহাট, কুড়িগ্রাম, আক্কেলপুর, পিরোজপুর, শেরপুর, গাইবান্ধা, নওগাঁ ও নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা ধর্ষকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান এবং নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button