থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে দুই হামলায় নিহত ৫, আহত ১৩

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে দুই হামলায় নিহত ৫, আহত ১৩
থাইল্যান্ডের অশান্ত দক্ষিণাঞ্চলে দুটি পৃথক হামলায় পাঁচজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
নারাথিওয়াত প্রদেশে সশস্ত্র হামলা
শনিবার (৮ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তবর্তী সঙ্গাই কোলোক শহরের জেলা অফিসের বাইরে হামলা চালায় ১০ জনেরও বেশি অস্ত্রধারী। তারা গুলি চালানোর পাশাপাশি বিস্ফোরক নিক্ষেপ করে এবং বোমা বিস্ফোরণ ঘটায়। এতে অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা দুজন প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক নিহত হন এবং ১২ জন আহত হন। আহতদের মধ্যে চারজন সাধারণ নাগরিকও রয়েছেন।
পট্টানি প্রদেশে বোমা হামলা
পার্শ্ববর্তী পট্টানি প্রদেশের সাইবুরি জেলায় শনিবার রাতে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে তিনজন নিহত হন। নিহতদের মধ্যে দুজন স্থানীয় গ্রাম সহকারী ও একজন রেঞ্জার ছিলেন। এই হামলার পর রাত ১১টার দিকে আরও একজন আহত হন বলে জানিয়েছে পুলিশ।
সংঘাতের পটভূমি
২০০৪ সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিদ্রোহীরা বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে। চলমান সংঘর্ষে এ পর্যন্ত ৭,০০০ এরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে।
প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের নির্দেশ
থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা রবিবার সাংবাদিকদের বলেন, “দক্ষিণাঞ্চলে রাতের শিফটে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যা নিশ্চিতভাবে বৃদ্ধি করতে হবে।”