ক্রিয়া অঙ্গন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর দেশে ফিরল বাংলাদেশ দল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর দেশে ফিরল বাংলাদেশ দল

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই ব্যর্থতার গ্লানি নিয়ে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। বাজে পারফরম্যান্সের পর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

তবে দেশে ফিরে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। খুব শিগগিরই তারা অংশ নেবেন আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়, ফলে দুই দলই এক পয়েন্ট করে পায়।

এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি এই এক পয়েন্ট। মোট তিনটি ম্যাচ খেলে দুটি হারের পাশাপাশি একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় টাইগারদের।

একই অবস্থা পাকিস্তানেরও। তবে নেট রানরেটে কিছুটা এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার তিন নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button