সারাদেশ

ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃতির অভিযোগ জামায়াত আমিরের

ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃতির অভিযোগ জামায়াত আমিরের

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি: ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ইতিহাসে যার যেখানে জায়গা রয়েছে, সেটি দিতে হবে। ভালো লাগার ভিত্তিতে ইতিহাস সাজানো হলে তা গল্প হয়ে যাবে, ইতিহাস নয়।”

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভাষা আন্দোলনের ইতিহাস থেকে জামায়াতের প্রয়াত নেতা গোলাম আযমের নাম মুছে ফেলা হয়েছে বলে দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, “ভাষা আন্দোলনে অধ্যাপক গোলাম আযমের যে অবদান, তা স্বীকার করতে অসুবিধা কোথায়?” তিনি আরও অভিযোগ করেন, বিচারপতি আবদুর রহমান চৌধুরী ও তমদ্দুন মজলিশের ভূমিকার স্বীকৃতি দেওয়া হচ্ছে না।

সরকারের উদ্দেশে তিনি বলেন, “আমরা রাষ্ট্রে বিশৃঙ্খলা চাই না। তবে আমাদের দাবার ঘুঁটি বানানো হলে সেটি মেনে নেওয়া হবে না।”

দেশে এখনো চাঁদাবাজি ও দখলদারি বন্ধ হয়নি উল্লেখ করে তিনি বলেন, “ঘাটে ঘাটে চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, যা জনগণের ওপর চাপ সৃষ্টি করছে। এ বিষয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির আবদুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আবদুল মান্নান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানে ভাষার গান পরিবেশন করেন শিল্পী হাসান আল বান্না ও তাওহীদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button