ক্রিয়া অঙ্গন

বাংলাদেশ-ভারত ফাইনালে নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে যুবাদের পর এবার অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালেও দেখা যাচ্ছে বাংলাদেশ-ভারত লড়াই। গতবারের মতো এবারও শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালে নামবে বাংলাদেশ।

আজ (শুক্রবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরে সুপার ফোরের ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। অন্যদিকে, শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারতের মেয়েরা।

টি-টোয়েন্টি সংস্করণের সুপার ফোরের এই ম্যাচে প্রথমে ব্যাট করে নেপাল ৮ উইকেটে মাত্র ৫৪ রান সংগ্রহ করে। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১১ ওভারে।

জয়ের জন্য মাত্র ৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ওপেনার ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মৎ ইভা দুর্দান্ত ব্যাটিং করেন। ছোঁয়া অপরাজিত ২৬ রান করেন, আর ইভা করেন ১৮ রান। তিন নম্বরে নেমে ৬ বলে ১০ রানের ঝড়ো ইনিংস খেলেন সুমাইয়া আক্তার।

বোলিং ও ব্যাটিংয়ে অসাধারণ নৈপুণ্যের কারণে ম্যাচসেরা হয়েছেন ফাহমিদা ছোঁয়া। ২৬ রানের অপরাজিত ইনিংসের পাশাপাশি বোলিংয়ে তিনি ১ উইকেট শিকার করেন। এছাড়া ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার ও হাবিবা ইসলামও ১টি করে উইকেট নেন। নেপালের চার ব্যাটার রান আউট হন।

সুপার ফোর পর্ব শেষে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ভারত শীর্ষে এবং ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও নেপাল যথাক্রমে ৪ ও ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

আগামী সোমবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে ফাইনাল। বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে শিরোপার জন্য। ফাইনালে জয় তুলে নিতে মরিয়া দুই দলই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button