নিত্যপূরাণ’ নাটক বন্ধের প্রতিবাদে শিল্পকলায় নাট্যকর্মীদের সমাবেশে ডিম হামলা
নিত্যপূরাণ’ নাটক বন্ধের প্রতিবাদে শিল্পকলায় নাট্যকর্মীদের সমাবেশে ডিম হামলা
নিত্যপূরাণ’ নাটক বন্ধের প্রতিবাদে শিল্পকলায় নাট্যকর্মীদের সমাবেশে ডিম হামলা
ঢাকা, ৮ নভেম্বর: রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে নাট্যকর্মীদের প্রতিবাদ সমাবেশে ডিম ছুড়ে মারার ঘটনা ঘটেছে। সম্প্রতি দেশ নাটকের ‘নিত্যপূরাণ’ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করার প্রতিবাদে শুক্রবার বিকেলে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালে একদল ব্যক্তি পেছন থেকে ডিম ছুড়ে হামলা চালায়। তবে হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সমাবেশ প্রায় শেষের দিকে ছিল। নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ বৈষম্যের গভীরতর বহিঃপ্রকাশ হিসেবে নাটকের ভূমিকা নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় ‘ধর, ধর’ চিৎকার শুনে চারদিকে শোরগোল শুরু হয়, এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভবনের দিক থেকে ডিম ছোড়া হয়। নাট্যকর্মীরা সেদিকে ছুটে গেলেও কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয় এবং মামুনুর রশীদ তাঁর বক্তব্য শেষ করেন।
গত ২ নভেম্বর ‘নিত্যপূরাণ’ নাটকের প্রদর্শনীর সময় একদল ব্যক্তি নাটক বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ করে, যার ফলে দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে শিল্পকলা কর্তৃপক্ষ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করে দেয়। এ ঘটনার প্রতিবাদ জানাতে আজকের সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। নাট্যকর্মীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলেন এবং ঘটনার পরেও সমাবেশ চালিয়ে যান।
ডিম ছোড়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেডারেশনের পক্ষ থেকে ১৫ নভেম্বর সারা দেশে প্রতিবাদ সভার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে, নাট্যকর্মীরা সমাবেশস্থলে অবস্থান করবেন বলে জানিয়েছেন।
নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ এ প্রসঙ্গে বলেন, “সভা শেষ করব না। ভেতরে নাটক হবে, বাইরে আমরা পাহারা দেব। এই দুষ্কৃতিকারীদের দেখে ছাড়ব।” এছাড়া সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, দেশ নাটকের দলপ্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।