সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই প্রধান লক্ষ্য: সিইসি
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই প্রধান লক্ষ্য: সিইসি
সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে ভোটারদের বঞ্চনা দূর করার অঙ্গীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আজ রবিবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
নতুন ভোটার তথ্য সংগ্রহ শুরু ২০ জানুয়ারি
সিইসি জানান, আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রমের জন্য প্রায় এক লাখ তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি এ কাজে সবার সহযোগিতা কামনা করেন।
নির্ভুল ভোটার তালিকার প্রতিশ্রুতি
সিইসি বলেন, “বর্তমানে দেশের ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৩৬ লাখ। এরমধ্যে নতুন হালনাগাদে ১৮ লাখের বেশি ভোটার যুক্ত হয়েছে। আমাদের লক্ষ্য নির্ভুল ভোটার তালিকা তৈরি করা এবং ভোটারদের অধিকার নিশ্চিত করা।”
সংস্কার উদ্যোগ
সিইসি এএমএম নাসির উদ্দিন জানান, নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে কাজ করছে কমিশন। তিনি বলেন, “আমাদের মন-মানসিকতায় সংস্কার আনতে হবে। অতীতে বিভিন্ন সংস্কার উদ্যোগ নেওয়া হলেও অনেক কিছু বাস্তবায়িত হয়নি। এবার এসব সংস্কারের বাস্তবায়ন দেখতে পাচ্ছি।”
ভোটাধিকার নিশ্চিতের অঙ্গীকার
সিইসি আরও বলেন, “আমাদের কমিটমেন্ট হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এতদিন জাতি ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা তাদের বঞ্চনার কষ্ট দূর করতে চাই।”
অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিব উপস্থিত ছিলেন।