রিজভীর পাল্টা প্রশ্ন: ‘মুক্তিযুদ্ধে আপনার ভূমিকা কী ছিল?’
রিজভীর পাল্টা প্রশ্ন: ‘মুক্তিযুদ্ধে আপনার ভূমিকা কী ছিল?’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী একাত্তরের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনাদের রাজনৈতিক ভূমিকা কী ছিল? কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কোন সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন?’
তিনি বলেন, ‘বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নয়, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক—এমন বিভ্রান্তি তৈরি করলে মানুষ হাসবে। এই ধরনের বক্তব্যে জাতি বিভ্রান্ত হয়।’
রিজভী এ মন্তব্য করেন বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায়। তিনি যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি এক বক্তব্যে বলেন, ‘দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি—একটি সেনাবাহিনী এবং আরেকটি জামায়াত।’
এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘সেনাবাহিনী নিঃসন্দেহে দেশপ্রেমিক। তাদের পূর্বসূরিরা বাংলাদেশ নির্মাণে জীবন উৎসর্গ করেছেন। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেনাবাহিনী চব্বিশের গণ-অভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
আওয়ামী লীগ ও ক্ষমতার সমালোচনা
রিজভী আরও বলেন, ‘এই জাতির ঘাড়ে একটি জগদ্দল পাথর চেপে বসেছিল। এই পাথর এত ভারী ছিল যে, গোটা জাতি নিঃশ্বাস নিতে পারত না। মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারত না, রাজনৈতিক স্বাধীনতা ছিল না। মিছিল-মিটিং করতে গেলেই পুলিশের অনুমতির পর যুবলীগ-ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হতো।’