ব্যবসা বাণিজ্য

করদাতাদের জন্য সুখবর: এনবিআর এবার নিয়ে এলো অনলাইনে আয়কর রিটার্ন জমার সুবিধা

দীর্ঘদিন ধরে করদাতাদের দুর্দশা লাঘব ও দুর্নীতিমুক্ত কর-ব্যবস্থা গড়ার পরিকল্পনা চললেও তা বাস্তবে কার্যকর হয়নি। তবে এবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন পদক্ষেপে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছে। করদাতারা ঘরে বসেই অনলাইনে নিবন্ধন করে তাদের আয়-ব্যয়ের তথ্য দিয়ে রিটার্ন জমা দিতে পারবেন।

এবারের করবর্ষে (২০২৪-২৫) এনবিআরের স্লোগান হলো, ‘না দাঁড়িয়ে লাইনে, রিটার্ন দিন অনলাইনে’। করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিবন্ধন নেবেন। নিবন্ধনের জন্য লাগবে টিআইএন নম্বর ও বায়োমেট্রিক করা মোবাইল নম্বর। নিবন্ধন হয়ে গেলে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে সহজেই। ই-রিটার্নে করদাতাকে কোনো ফাইল সংযুক্ত করতে হবে না; শুধু তথ্য দিলেই যথেষ্ট।

এবার সরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, মোবাইল প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ম্যারিকো, বার্জার পেইন্টস, বাটা শু এবং নেসলে কোম্পানির কর্মীদের জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে।

এনবিআর জানায়, ইতিমধ্যে এক লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। এনবিআর-এর মতে, চলতি অর্থবছরে অনলাইনে অন্তত ১৫ লাখ রিটার্ন জমা পড়ার সম্ভাবনা রয়েছে।

করদাতারা অনলাইনে শুধু রিটার্ন জমাই নয়, রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ ও টিআইএন ডাউনলোডও করতে পারবেন। কর পরিশোধও অনলাইনে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করা যাবে।

এর আগেও ২০১৬ সালে অনলাইনে রিটার্ন জমার ব্যবস্থা চালু হলেও সাড়া পাওয়া যায়নি, এবং ২০১৯ সালে সিস্টেমটি বন্ধ করা হয়। কিন্তু নতুন এই ব্যবস্থা চালু করার পর থেকে করদাতাদের উৎসাহ বাড়ছে। গত অর্থবছরে দুই লাখের বেশি করদাতা ই-রিটার্ন জমা দিয়েছেন।

পাঁচ লাখ টাকার কম আয় হলে করদাতারা এক পাতার রিটার্ন ফরমে আয়, ব্যয়, সম্পদসহ ১৬ ধরনের তথ্য পূরণ করতে পারবেন। এতে প্রয়োজনীয় তথ্যগুলো খুব সহজে দেওয়া যাবে।

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র যেমন বেতন আয়ের দলিল, সিকিউরিটিজ আয়ের সনদ, ভাড়ার চুক্তিপত্র, পৌরকরের রসিদ ইত্যাদি জমা দিতে হবে। ৪৭টি সরকারি-বেসরকারি সেবা পেতে রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্রও আবশ্যক।

ই-রিটার্ন জমা দিতে কোনো সমস্যা হলে করদাতারা এনবিআরের কল সেন্টারে (০৯৬৪৩৭১৭১৭১) যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button