ভোটার হালনাগাদ ও জাতীয় নির্বাচন চেয়ে জামায়াতের আমিরের বক্তব্য
ভোটার হালনাগাদ ও জাতীয় নির্বাচন চেয়ে জামায়াতের আমিরের বক্তব্য
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ভোটার হালনাগাদ ও প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এ দেশ আমাদের সবার। আমরা দেশটিকে বিভক্ত হতে দেব না। সব দল ও ধর্ম একত্রে বাংলাদেশকে একটি ফুলের বাগানে পরিণত করতে চাই।’
পথসভায় বক্তব্য
গতকাল রবিবার রাতে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান দাবি করেন, বর্তমান সরকার ১৭ বছর বয়সীদের ভোটার করতে চায়, যা তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, ‘দেশে একটি অপশক্তি সব সময় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সংখ্যাগুরু ও সংখ্যালঘুর মধ্যে সংঘাত লাগিয়ে রেখেছে। সর্বশেষ সাড়ে ১৫ বছর ধরে এই অপশক্তি ক্ষমতায় থেকে একই কাজ করে যাচ্ছে। স্বাধীনতার চেতনার কথা বলে জাতিকে বিভক্ত করার চেষ্টাও করেছে।
১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এই অপশক্তি দফায় দফায় জাতিকে বিভক্ত করার কাজ করেছে বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘তারা যা বলে তা করে না এবং যা করে তা বলে না। এটাই তাদের চরিত্র।’
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও অঞ্চল পরিচালক (রংপুর-দিনাজপুর) আবদুল হালিম এবং নীলফামারী জেলা আমির আব্দুস সাত্তার। সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা শাখার আমির আব্দুল মুনতাকিম।