চিন্ময় কৃষ্ণ দাসের জামিনে শুনানি 2 জানুয়ারি আর আমি দুই জানুয়ারি জামিনের সুনামির দিন ধার্য করা হয়েছে
চিন্ময় কৃষ্ণ দাসের জামিনে শুনানি 2 জানুয়ারি আর আমি দুই জানুয়ারি জামিনের সুনামির দিন ধার্য করা হয়েছে বাংলাদেশ সম্মানিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর। গত মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতের নাজির নেহার আহমেদ সাংবাদিকদের জানান যে গত মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি এই কারণে আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আগামী ২ জানুয়ারি ধার্য করা হয়েছে পরবর্তী শুনানির দিন। এদিকে শুনানি কে ঘিরে ব্যাপক নিরাপত্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে আদালত প্রাঙ্গণ আদালতের প্রবেশমুখে সেনাবাহিনী পুলিশ র্যাব সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। এবং আশেপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা। চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা হয়েছিল চিনময় কৃষ্ণের রাষ্ট্রদ্রোহ মামলা সেই সুবাদে গত ২৫ নভেম্বর রাতে তাকে আটক করা হয়। এবং পরদিন এগারোটার দিকে তাকে আদালতে হাজির করা হয় সেখানে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন নামান জোড় করেন আদালত। তারপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।