চীনের পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ, অন্যান্য দেশের শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প

চীনের পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ, অন্যান্য দেশের শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক |
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের তাঁর কট্টর বাণিজ্যনীতি বাস্তবায়নে দৃঢ় অবস্থান নিয়েছেন। চীন ছাড়া অন্যান্য দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন তিনি। তবে চীনের পণ্যের ক্ষেত্রে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ নির্ধারণের কথা জানিয়েছেন ট্রাম্প। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও নিশ্চিত করেন তিনি।
ট্রুথ সোশ্যালে ট্রাম্পের ঘোষণা
বুধবার (৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন,
“চীন বিশ্বের বাজারগুলোর প্রতি যে অশ্রদ্ধা প্রদর্শন করেছে, তার জবাবে আমি যুক্তরাষ্ট্রে চীনের পণ্যে শুল্ক ১২৫ শতাংশ ধার্য করছি। এই সিদ্ধান্ত এখনই কার্যকর হবে।”
তিনি আরও বলেন,
“আশা করি, নিকট ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ বুঝতে পারবে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করার দিন শেষ।”
অন্যান্য দেশের জন্য শর্তসাপেক্ষ ছাড়
ট্রাম্পের পোস্টে জানানো হয়, ৭৫টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি, অর্থ বিভাগ এবং ইউএসটিআরের (USTR) সঙ্গে যোগাযোগ করেছে। এসব দেশ বাণিজ্য, শুল্ক, মুদ্রা কারসাজি ও অশুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতা নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে।
এ প্রেক্ষিতেই ট্রাম্প ঘোষণা দিয়েছেন:
“আমি ৯০ দিনের জন্য চীন ছাড়া অন্য দেশের ওপর পাল্টা শুল্ক স্থগিত করার অনুমোদন দিয়েছি। সেইসঙ্গে এই সময়ের জন্য শুল্কহার ১০ শতাংশ নির্ধারণ করেছি।”
এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।
বাণিজ্য বিশেষজ্ঞদের দৃষ্টিতে
বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্ত ট্রাম্পের ২০২4 সালের নির্বাচনে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাঁর পূর্বঘোষিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিরই প্রতিফলন। একদিকে চীনের ওপর চাপ বাড়ানো, অন্যদিকে অন্যান্য দেশকে আলোচনার সুযোগ দেওয়া—এই দুয়ের মাধ্যমে তিনি কৌশলগত অবস্থান শক্ত করছেন।
তবে বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, চীনের সঙ্গে এমন কঠোর বাণিজ্য নীতির ফলে বিশ্ববাজারে আরও একবার উত্তেজনা তৈরি হতে পারে, যার প্রভাব পড়বে মুদ্রাবাজার ও আমদানি-রপ্তানিতে।
মূল পয়েন্ট সংক্ষেপে:
চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫%
চীন বাদে অন্য দেশের শুল্ক ১০% এবং তা ৯০ দিনের জন্য স্থগিত
৭৫টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে
সিদ্ধান্তগুলো অবিলম্বে কার্যকর হবে
সূত্র
- রয়টার্স
- ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট