সারাদেশ

বৈষম্যমুক্ত প্রশাসনের লক্ষ্যে গঠিত হলো ‘বিএএসএসপিও-২৫’

বিসিএস প্রশাসন ক্যাডার ছাড়া ২৫টি ক্যাডারের উপসচিব ও তার ওপরের পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সিনিয়র সার্ভিস পুল অফিসার্স (২৫ ক্যাডার) বা ‘বিএএসএসপিও-২৫’। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন সংগঠনের কথা জানানো হয়।

সংগঠনটি বৈষম্যমুক্ত, মেধাভিত্তিক, এবং জনবান্ধব জনপ্রশাসন গঠনের প্রত্যয়ে কাজ করবে। শোষণ ও দুর্নীতিমুক্ত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের স্বপ্নকে বাস্তবায়নে ভূমিকা রাখাই এই সংগঠনের মূল লক্ষ্য।

শনিবার ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এক সভায় ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

  • আহ্বায়ক: মো. মাজেদুল ইসলাম (উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়)
  • ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র: ড. মো. নুরুল আমিন (উপসচিব, অর্থ বিভাগ)
  • ২ নম্বর যুগ্ম আহ্বায়ক: ড. নাশিদ রিজওয়ানা মনির (উপসচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়)
  • সদস্যসচিব: মো. সাইফুল ইসলাম (উপসচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়)

নবগঠিত কমিটি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে। তারা আশাবাদী যে, জনপ্রশাসনের উন্নয়নের মাধ্যমে জাতির শোষণ ও বৈষম্যহীন স্বপ্ন বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

এই সংগঠনের কার্যক্রম ও উদ্যোগ জনপ্রশাসনের নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button