আন্তজার্তিক অঙ্গন

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে যেতে চাননি বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে যেতে চাননি বলে জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, আজ সোমবার সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

গত ৮ ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) ১১ দিনের তীব্র আন্দোলনের পর বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন এবং সপরিবারে রাশিয়ায় পাড়ি জমান। ক্ষমতাচ্যুত হওয়ার পর আটদিন পর এটি ছিল আসাদের প্রথম আনুষ্ঠানিক বিবৃতি।

বিবৃতিটি ওই টেলিগ্রাম চ্যানেল থেকে প্রকাশ করা হলেও কে বা কারা সেটি নিয়ন্ত্রণ করছে তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি বিবৃতির লেখক কে, তাও স্পষ্ট নয়।

বিবৃতিতে বলা হয়, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দামেস্কের পতনের পর আসাদ লাতাকিয়া প্রদেশের রুশ সামরিক ঘাঁটি হামেইমিমে যান। সেখানে তিনি যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দেখতে পান সিরিয়ার সেনারা তাদের অবস্থান থেকে পিছু হটছে।

আসাদ আরো বলেন, ওই সময় হামেইমিম ঘাঁটিও তীব্র ড্রোন হামলার মুখে পড়ে। এমন সংকটময় পরিস্থিতিতে রুশ সেনারা তাকে মস্কো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি বিবৃতিতে স্পষ্ট করে বলেন, ‘এই ঘটনাকালীন সময়ে আমি একবারের জন্যও পদত্যাগ করার কথা ভাবিনি কিংবা অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ারও চিন্তা করিনি। এমনকি কোনো ব্যক্তি বা দলও আমাকে এ ধরনের কোনো প্রস্তাব দেয়নি।’

বাশার আল-আসাদের এই বিবৃতি তার রাজনৈতিক অবস্থান এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button