ভারতকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো কোনো দখলদারি চলতে দেওয়া হবে না
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গতকাল সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠোর মন্তব্য করে তিনি বলেন, “রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে।” তিনি দলটির ওপর মানুষের আস্থা হারানোর কথা উল্লেখ করে বলেন, “এভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া নিকৃষ্টতম।”
ভারতকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো কোনো দখলদারি চলতে দেওয়া হবে না।” পাশাপাশি তিনি দেশের সনাতন ধর্মাবলম্বীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এ দেশের হিন্দু ভাইরা বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলেছেন, আমরা শান্তিতে আছি। ভারতকে বলেছেন, আমাদের নিয়ে আর খেলো না।”
ডা. শফিকুর রহমান প্রতিশ্রুতি দেন, জনগণ তাদের ভালোবাসা দিলে তারা বৈষম্যহীন সমাজ উপহার দেবেন। তিনি বলেন, “কোনো চাঁদাবাজি বরদাশত করা হবে না, ঘুষ খাওয়ার দুঃসাহস কেউ দেখাবে না।” যুবসমাজকে কর্মী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “আমরা জনগণকে ভালোবাসা দিয়ে নেতৃত্ব দেব।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গাজীপুরে এক দ্বিবার্ষিক শ্রমিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, “ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া দুঃখী ও অনাহারি মানুষের ভাগ্যের বদল হবে না।”
তিনি শ্রমিক অধিকার নিয়ে বলেন, “সব কারখানায় ট্রেড ইউনিয়ন করার অবাধ অধিকার দিতে হবে। শ্রমিকদের বেতনবৈষম্য দূর করতে হবে। রাসুল (সা.) শ্রমিকদের বেতনের স্ট্যান্ডার্ড নির্ধারণ করেছেন।”
গোলাম পরওয়ার প্রতিবেশী দেশের সরকারের হস্তক্ষেপ নিয়ে বলেন, “পাশের দেশের সরকার ও সরকারি দলের নেতারা বাংলাদেশের আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে।”
গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন হোসেন আলী এবং সঞ্চালনা করেন ফারদিন হাসান হাসিব। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান এবং মহানগর উপদেষ্টা অধ্যাপক জামাল উদ্দিন।