হবিগঞ্জে সাবেক সংসদ সদস্যকে মারধর, পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার অভিযোগ
হবিগঞ্জে সাবেক সংসদ সদস্যকে মারধর, পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার অভিযোগ
হবিগঞ্জের চুনারুঘাটে সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেলকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। রোববার দুপুরে পারকুল খোয়াই সেতুতে এ ঘটনা ঘটে। এর আগে তিনি পিস্তল উঁচিয়ে দুটি গুলি ছোড়েন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি জিপে চড়ে সেতু পার হচ্ছিলেন রানা সোহেল। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলে ওঠেন শাহীন মিয়া নামে এক ব্যক্তি। এতে জিপটি আটকে গেলে তাঁদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে রানা সোহেল কোমর থেকে পিস্তল বের করে শাহীনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় শাহীন অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
গুলি ছোড়ার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে সোহেলকে ঘিরে ফেলেন এবং মারধর করেন। পরে তাঁকে আটক করে চুনারুঘাট থানা-পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ সুপার মো. রেজাউল হক খান জানিয়েছেন, সোহেলের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রটি জব্দ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
শাহজিবাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সামিউন জানিয়েছেন, আটক ব্যক্তি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। ঘটনাটি ভুল-বোঝাবুঝি থেকে হয়েছে। অস্ত্রটি লাইসেন্সকৃত কি না, তা যাচাই করা হচ্ছে।
রানা মোহাম্মদ সোহেল নীলফামারী-৩ আসনে জাতীয় পার্টির হয়ে সংসদ সদস্য ছিলেন। তবে আটক হওয়ার সময় তিনি নিজেকে কেবল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর হিসেবে পরিচয় দেন।