সারাদেশ

নবআলোয় উদ্ভাসিত বৈশাখ : দেশজুড়ে বৈচিত্র্যপূর্ণ আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

নবআলোয় উদ্ভাসিত বৈশাখ : দেশজুড়ে বৈচিত্র্যপূর্ণ আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

📍 ঢাকা, সোমবার:
সারা দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে আজ উদযাপন করছে বাংলা নববর্ষ ১৪৩২। ভোরের প্রথম আলোয় সূচিত হয়েছে নতুন বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ। উৎসব, আনন্দ, বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে শান্তি ও সুন্দরের বৈশাখ।

নতুন বছরের প্রথম প্রহরে ছায়ানট বরাবরের মতো রমনা বটমূলে আয়োজন করেছে বর্ষবরণ অনুষ্ঠান। এবারের আয়োজন উৎসর্গ করা হয়েছে ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্জীদা খাতুন-কে। দেড় শতাধিক শিল্পীর পরিবেশনায় ভোর ৬টা ১৫ মিনিটে রাগ ভৈরবীতে শুরু হয় ‘মুক্তির গান’।

🎨 চারুকলা অনুষদের নববর্ষের আনন্দ শোভাযাত্রা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজন করেছে বর্ণাঢ্য ‘নববর্ষের আনন্দ শোভাযাত্রা’। এবার থেকে ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করে এই নতুন নাম রাখা হয়েছে।
শোভাযাত্রায় অংশ নেয় পাহাড় ও সমতলের ২৮টি জাতিগোষ্ঠী। ঐতিহ্যবাহী পোশাকে শোভিত হয়ে ৪৬৪ জন সদস্য শোভাযাত্রার অগ্রভাগে অংশ নেন।
এবারের প্রতিপাদ্য: ‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।

📚 বাংলা একাডেমির বৈশাখী মেলা ও বর্ষবরণ
সকাল ৮টা থেকে নজরুল মঞ্চে সংগীত, বক্তৃতা ও সাংস্কৃতিক আয়োজন শুরু করে বাংলা একাডেমি
১১টায় উদ্বোধন করা হয় বৈশাখী মেলা, যা চলবে ৭ বৈশাখ পর্যন্ত। বিসিক ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে মেলায় স্থান পেয়েছে দেশি হস্তশিল্প ও বইয়ের স্টল।

🎶 শিল্পকলা একাডেমি ও অন্যান্য আয়োজন

  • সুরের ধারা আয়োজন করেছে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সংগীতানুষ্ঠান, রবীন্দ্রসরোবর থেকে এটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।
  • বিকেলে মানিক মিয়া এভিনিউতে রয়েছে ব্যান্ড শো ও ‘ড্রোন শো’।
  • গুলশানে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছে ‘অলিগলি বর্ষবরণ বন্ধুগণ’।

🥘 পান্তা-ইলিশ না খাওয়ার আহ্বান
জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার পহেলা বৈশাখে পান্তা-ইলিশ পরিহারের আহ্বান জানিয়েছেন।

🗣️ নববর্ষ উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,

“আসুন, আমরা বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। চব্বিশের গণ-অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।”

⛰️ পাহাড় ও সমতলের মানুষ একসঙ্গে অংশ নিচ্ছেন বৈশাখী উৎসবে, যা এবার বাঙালির জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button