বাংলাদেশে ব্যবসার জন্য সেরা সুযোগ: বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান ড. ইউনূসের

বাংলাদেশে ব্যবসার জন্য সেরা সুযোগ: বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান ড. ইউনূসের
নিজস্ব প্রতিবেদক | Spotlight24bd
প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৫
বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশকে দারুণ সম্ভাবনাময় উল্লেখ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন—“বাংলাদেশে ব্যবসা নিয়ে আসুন এবং এর মাধ্যমে বিশ্বকে বদলে দিন।”
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সম্মেলনটির আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
“বাংলাদেশেই রয়েছে বিশ্ব বদলে দেওয়ার ধারণা”
ড. ইউনূস বলেন,
“বাংলাদেশ এমন একটি দেশ, যার ভেতর বিশ্বকে বদলে দেওয়ার অভিনব সব ধারণা রয়েছে। এসব ধারণাকে বাস্তবে রূপ দিতে এখন প্রয়োজন আপনাদের অংশগ্রহণ। বাংলাদেশে ব্যবসা করুন, শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকেই বদলে দেওয়ার যাত্রায় অংশ নিন।”
তিনি জোর দিয়ে বলেন, যারা কোনো বৃহৎ লক্ষ্য নিয়ে ব্যবসা করতে চান, তাদের জন্য বাংলাদেশই উপযুক্ত স্থান।
ব্যবসা হতে পারে ‘সুখ’ ও ‘সার্থকতা’র উৎস
মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যবসার ধারণা তুলে ধরে ড. ইউনূস বলেন,
“টাকা উপার্জনের মধ্যেও আনন্দ রয়েছে। তবে অন্যকে সুখী করার মধ্যে যে অতিরিক্ত আনন্দ ও সার্থকতা থাকে, তা অনন্য। বাংলাদেশে ব্যবসা করলে এই দুয়েরই সমন্বয় পাবেন।”
তিনি আরও বলেন,
“আপনি বাংলাদেশে ব্যবসা করলে খরচ ছাড়াই অতিরিক্ত আনন্দ উপভোগ করতে পারবেন এবং এই অনুভূতিই আপনাকে গর্বিত করবে।”
‘তিন শূন্য’র পৃথিবীর স্বপ্ন
ড. ইউনূস তাঁর বহুল আলোচিত ‘তিন শূন্য’ লক্ষ্য (Zero Poverty, Zero Unemployment, Zero Net Carbon Emission) এর ধারণা পুনর্ব্যক্ত করে বলেন—
“এই নতুন সভ্যতা গঠনের দায়িত্ব সরকারের নয়, বরং মানুষের। ব্যবসা-বাণিজ্য হতে পারে এই নতুন সভ্যতা গঠনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।”
তিনি সম্পদের কেন্দ্রীকরণ না করে সমাজের সুষম উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং কার্বন নিঃসরণকে “আত্মবিধ্বংসী ব্যবস্থা” বলে উল্লেখ করেন।
১৯৭৪-এর দুর্ভিক্ষ থেকে আজকের সম্ভাবনা
তিনি ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষের স্মৃতিচারণ করে বলেন,
“সেই সময় ১৫ লাখ মানুষ খাদ্যের অভাবে মারা গিয়েছিল। কিন্তু আজ আমরা এক অভূতপূর্ব অবস্থানে দাঁড়িয়ে আছি।”
তিনি বলেন, ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, নারী ক্ষমতায়ন এবং উদ্যোক্তা গড়ে তোলার সফল মডেল আজ বিশ্বের কাছে বাংলাদেশকে অনন্য করেছে।
তরুণ উদ্যোক্তাদের জন্য এক্সপো
ড. ইউনূস একইদিন উদ্বোধন করেন ‘তরুণ উদ্যোক্তা এক্সপো ২০২৫’, যেখানে দেশীয় উদীয়মান স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তারা বিনিয়োগকারীদের সামনে নিজেদের উদ্যোগ তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
এটি সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ এবং এর লক্ষ্য তরুণদের উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তা মানসিকতাকে পৃষ্ঠপোষকতা করা।
যুক্তরাজ্যের সহযোগিতা আহ্বান
পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন-এর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে তিনি বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাজ্যের সহায়তা কামনা করেন।
উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে সম্মত হয়। ব্যারোনেস উইন্টারটন বলেন,
“বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় আমরা সন্তুষ্ট এবং সমর্থন অব্যাহত থাকবে।”
নির্বাচন প্রসঙ্গে মন্তব্য
সাংবিধানিক সংস্কার কর্মসূচির প্রধান আলী রীয়াজের সঙ্গে ব্যারোনেস উইন্টারটনের বৈঠকের পর প্রধান উপদেষ্টা বলেন—
“যদি রাজনৈতিক দলগুলো স্বল্প সংস্কারে একমত হয়, তবে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে। তবে বৃহত্তর সংস্কার বাস্তবায়ন হলে নির্বাচন জুনে গড়াতে পারে।”
সংক্ষেপে মূল পয়েন্ট:
বাংলাদেশে ব্যবসার জন্য বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান
‘তিন শূন্য’ পৃথিবীর ধারণা নিয়ে নতুন সভ্যতার আহ্বান
তরুণ উদ্যোক্তা এক্সপো ২০২৫ উদ্বোধন
যুক্তরাজ্যের সঙ্গে স্বাস্থ্যখাতে সহযোগিতা চাওয়া
আগামী নির্বাচন ডিসেম্বর কিংবা জুনে হতে পারে